ষ্টাফ রিপোর্টার : কুমিল্লার চৌদ্দগ্রামে মিডিয়া কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় হয়রানির শিকার হয়েছে প্রবাসীর পরিবার। এ ঘটনায় প্রবাসী জাফর আহম্মেদের স্ত্রী মাফিয়া বেগম বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। স্বামী প্রবাসে থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবী করেছেন উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের প্রবাসী জাফর আহাম্মদের স্ত্রী মাফিয়া বেগম। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী জাফর আহম্মেদ এর পরিবার একই গ্রামের আব্দুর রহিম গংদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিলে চৌদ্দগ্রাম থানা কর্তৃপক্ষ সমাধানের জন্য কয়েকবার উভয় পক্ষকে ডাকে। চৌদ্দগ্রাম থানার এসআই জিয়াউর রহমান জিয়া ও এএসআই সোলায়মান জানান, প্রবাসী জাফর আহমেদ এর স্ত্রী মাফিয়া বেগম এবং একই গ্রামের আব্দুর রহিম কর্তৃক থানায় একাধিক অভিযোগ, ৯৯৯এ কল পেয়ে পুলিশ কয়েকবার ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। পরে সমস্যা সমাধানের লক্ষে থানায় বসা হলেও আব্দুর রহিম গং থানায় হাজির হয়নি।
ভুক্তভোগী পরিবারের দায়েরকৃত অভিযোগ এবং সরেজমিনে পরিদর্শন করে জানা যায়, ২০১৯সালে জাফর আহম্মদ একই গ্রামের শাহজাহান থেকে সোনাপুর মৌজার সাবেক ১৫৩ দাগের ১০শতক ভূমি ক্রয় করে মালিক ও দখলকার হন। পরবর্তীতে ক্রয়কৃত জায়গায় বাউন্ডারী নির্মাণ করেন। কিন্তু একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহিম ও কুদ্দুছ তথ্য গোপন করে মিথ্যা অভিযোগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রবাসী জাফর আহম্মেদের পরিবারকে নিয়ে কুরুচীপূর্ণ লেখালেখি করে। এছাড়াও সাধারন ডায়েরীতে আরও উল্লেখ করেন, বিবাদী আব্দুর রহিম গং বিভিন্ন সময়ে প্রবাসী পরিবারের বাড়িতে হামলার চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং পরিবারের ছোট মেয়ে ইসরাত জাহান আঁখিকে গালমন্দ করে। জাফর আহম্মেদ এর স্ত্রী মাফিয়া বেগম জানান, বিবাদী আব্দুর রহিম গং আমাদের বাড়ির উপর দিয়ে চলাচল করে। তাদের ঘরের ভিতরেও আমাদের মালিকানার জায়গা। তাদের কোন মালিকানা নেই মর্মে মৌখিক স্বীকার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে। তাদের অপ্রপ্রচার এবং হুমকিতে আমি পরিবার নিয়ে ভীতিকর পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছি।
স্থানীয় ইউপি সদস্য কাজী সাইফুল ইসলাম জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাফিয়া বেগম এবং আব্দুর রহিম গংদের নিয়ে সামাজিকভাবে কয়েকবার বিচার শালিষ বসেছে। কিন্তু কোন বিচার শালিষেই আব্দুর রহিম গং তাদের মালিকানা প্রমাণ করতে পারেনি। বরং কয়েকটি বিচার শালিষ থেকে নিজ সিদ্ধান্তে চলে গেছে। ইউপি মেম্বার আরও বলেন, আব্দুর রহিমের পরিবার তার আপন খালা হোনাইধন বিবির চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। বর্তমানে পরিবারটি আরেকটি বাড়ির উপর দিয়ে চলাচল করে। আপন খালার পথের জায়গা বন্ধ করে দেয়ায় এলাকায় আব্দুর রহিমদের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসময় তিনি আরও বলেন, সামাজিক বিচার না মেনে, থানায় না উপস্থিত হয়ে আব্দুর রহিম গং সামাজিক যোগাযোগ মাধ্যমে মাফিয়া বেগম, আমার ছোট ভাই নিকাহ রেজিস্ট্রার কাজী মহিন এবং আমার পরিবারকে নিয়ে অপপ্রচার চালিয়ে আসছে। এতে করে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি।
এদিকে আব্দুর রহিম জানান, মাফিয়া বেগমের প্রবাসী স্বামী জাফর আহম্মদ ২০১৯ সালে গোপন দলিল সৃষ্টি করে আমাদের পথের জায়গা বন্ধ করে দিয়েছে। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমি এবং আমার পরিবারের চলাচলের জন্য আইনের আশ্রয় নিয়েছি।