২৮ মে, ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০
শিরোনাম :
চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জানে আলমসহ নিহত- ৩ চৌদ্দগ্রামে প্রবাসীর পরিবারকে হয়রানি, থানায় অভিযোগ চৌদ্দগ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান চৌদ্দগ্রামে স্টারলাইন গাড়ীর চাপায় দিনমজুর নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বাস কাউন্টারে তালা চৌদ্দগ্রামে জনসাধারণের সাথে কেন্দ্রীয় যুবলীগ নেতা জসিম উদ্দীনের ঈদ শুভেচ্ছা বিনিময় চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা, বিমানবন্দর থেকে ঘাতক আটক চৌদ্দগ্রামে গাড়িচাপায় পথচারী শিশুর মৃত্যু নাঙ্গলকোট পুলিশ পাহারায় উপজেলা আ’লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা স্বেচ্ছাসেবক দলের ৩নং যুগ্ম সম্পাদক হলেন মাছুম বিল্লাহ চৌদ্দগ্রামে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

নাঙ্গলকোট পুলিশ পাহারায় উপজেলা আ’লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার : কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি তিন মাসের মাথায় বাতিলকে কেন্দ্র করে উত্তপ্ত সরকার দলীয় রাজনীতির মাঠ। ২৫শে এপ্রিল উপজেলা পরিষদ হলরুম থেকে ভেন্যু পরিবর্তন করে নাঙ্গলকোট মডেল মহিলা মাদ্রাসা মাঠে পুলিশ পাহারায় নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ২০২২ সালের ৩ ডিসেম্বর আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সম্মেলনের মাধ্যমে ১৭ ডিসেম্বর সামছুদ্দিন কালুকে সভাপতি ও আবু ইউসূফ ভূইয়াকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি আ.হ.ম মোস্তফা কামাল (লোটাস কামাল), সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি।
মাত্র তিন মাসের মধ্যে কোন কারন ছাড়াই গত ২৬ মার্চ কমিটি বিলুপ্ত না করে অধ্যক্ষ আবু ইউসূফকে সভাপতি ও আবু বক্কর সিদ্দিক আবুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট আরেকটি কমিটির অনুমোদন দেন দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি আহম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব। এর জের ধরে উত্তপ্ত নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ। কমিটি গঠনকে কেন্দ্র করে দুটি গ্রæপে বিভক্ত হয়ে পড়েছে উপজেলা আ’লীগের রাজনীতি।
ঈদের দিন শনিবার ২২ এপ্রিল রাতে নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ২৩ এপ্রিল রোববার রাতে নবগঠিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবু ইউসূফ নিজ বাড়ীতে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন, সেখানে উপজেলা আওয়ামী প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন আলোচনায় বলেছিলেন, তিন মাসের মধ্যে উপজেলা আওয়ামী লীগের একটি কমিটি বাতিল করা এটা দলীয় গঠনতন্ত্র পরিপন্থী এবং নজিরবিহীন। ওইদিন ২৫ এপ্রিল নবগঠিত উপজেলা আওয়ামী লীগের প্রথম পরিচিত সভা আহবান করা হয়। ২৪ এপ্রিল রাতে সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালু ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু ইউসূফ ভূইয়ার অনুসারীরা কমিটি বাতিলের দাবিতে পৌরবাজারে বিক্ষোভ মিছিল করে।
২৫ এপ্রিল উপজেলা পরিষদ হলরুমে পরিচিতি সভার ভ্যানু নির্ধারণ করে চিঠি ইস্যু করে।পরে নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকালে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ মাঠে নাঙ্গলকোট খিলা সড়ক পুলিশ ব্যারিগেট দিয়ে প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে সদ্য বিদায়ী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন কালু বলেন, আমি তৃণমুল থেকে রাজনীতি করে করে আসছি, আমার হাজার হাজার কর্মি সমর্থক আছে, আমাকে কোন কারণ দর্শানো ছাড়াই পূর্বের কমিটি বহাল থাকা অবস্থায় আরেকটি কমিটি দেয়া হয়েছে। এতে নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

আলোকিত চৌদ্দগ্রাম পরিবার

মো. এমরান হোসেন বাপ্পি

নির্বাহী সম্পাদক
মোবাইল: ০১৮১৯ ৯৯৬২৩৮

মো. বেলাল হোসাইন

বার্তা সম্পাদক
মোবাইল: ০১৮১৩ ০৬৫৭২৮

মুহা. ফখরুদ্দীন ইমন

প্রধান প্রতিবেদক
মোবাইল: ০১৮১৯ ৭৮৬০১২