আলোকিত রিপোর্ট : কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মাইক্রোবাস ও প্রাইভেট কারের চাপায় শাওন (১২) নামে পথচারী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় গাড়ির অন্তত ৭জন যার্ত্রী আহত হয়েছে।
সোমবার (২৪এপ্রিল) রাত আনুমানিক ৮টায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আমানগন্ডা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন ইউনিয়নের আমানগন্ডা খিলপাড়া গ্রামের প্রবাসী মোস্তফার ছেলে।
জানা যায়, রাত ৮টার দিকে চট্রগ্রামমুখী একটি প্রাইভেট গাড়ি মহাসড়কের বাম লেন থেকে ডান লেনে প্রবেশের সময় পিছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এসময় প্রাইভেটকারটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু শাওনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় প্রাইভেটকার ও মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং উভয় গাড়িতে থাকা ৭জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরাদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। আইনী প্রক্রিয়া শেষে মরাদেহটি স্বজনদের কাছে হস্তান্তরর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত প্রইভেটকার ও মাইক্রোবাস জব্দ করে থানায় আনা হয়েছে।