২৮ মে, ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০
শিরোনাম :
চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জানে আলমসহ নিহত- ৩ চৌদ্দগ্রামে প্রবাসীর পরিবারকে হয়রানি, থানায় অভিযোগ চৌদ্দগ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান চৌদ্দগ্রামে স্টারলাইন গাড়ীর চাপায় দিনমজুর নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বাস কাউন্টারে তালা চৌদ্দগ্রামে জনসাধারণের সাথে কেন্দ্রীয় যুবলীগ নেতা জসিম উদ্দীনের ঈদ শুভেচ্ছা বিনিময় চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা, বিমানবন্দর থেকে ঘাতক আটক চৌদ্দগ্রামে গাড়িচাপায় পথচারী শিশুর মৃত্যু নাঙ্গলকোট পুলিশ পাহারায় উপজেলা আ’লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা স্বেচ্ছাসেবক দলের ৩নং যুগ্ম সম্পাদক হলেন মাছুম বিল্লাহ চৌদ্দগ্রামে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

স্বেচ্ছাসেবক দলের ৩নং যুগ্ম সম্পাদক হলেন মাছুম বিল্লাহ

আলোকিত রিপোর্ট : সদ্য ঘোষিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ৩নং যুগ্ম সম্পাদক মনোনীত হয়েছেন চৌদ্দগ্রামের কৃতিসন্তান নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ। বৃহস্পতিবার (২০এপ্রিল) বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্যাডে এ কমিটি অনুমোদন করা হয়। ২১৫ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সভাপতি এসএম জিলানী, সাধারন সম্পাদক রাজিব আহসান। এর আগে তিনি জাতীয়তাবাদা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ তত্বাবধায়ক সরকার থেকে শুরু করে বর্তমান ক্ষমতাসীন সরকারের মেয়াদে সরকার বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে জননিরাপত্তা আইনের মামলায় দীর্ঘ ৭মাসসহ রাজনৈতিক জীবনে প্রায় ৫০ মাসেরও বেশি সময় হাজতবাস করেন সাবেক ছাত্রদলের কেন্দ্র্রীয় এই নেতা। এছাড়া বেগম খালেদা জিয়াকে আওয়ামী সরকার কর্তৃক ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করার প্রতিবাদে হরতাল পালন করতে গিয়েও গ্রেফতার হতে হয় তাকে। বর্তমান সরকারের প্রথম মেয়াদে বিএনপি’র ডাকা প্রথম হরতালের দিন শাহবাগ মোড়ে অস্ত্রধারী ছাত্রলীগের ক্যাডারদের হাত থেকে সাবেক ছাত্রদল সভাপতি শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে বাঁচাতে তার মরণপ্রাণ লড়াইয়ের ছবি তৎকালীন সময়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠে। মাছুম বিল্লাহ কারাগারে থাকাকালীন তার পিতা মৃত্যুবরণ করেন। পিতার জানাযা কিংবা একটুখানি লাশ দেখার প্রবল আকাংখাও পারেনি প্রশাসনের মনকে একটু নরম করতে। ফলশ্রæতিতে প্রিয় পিতার জানাযা এবং দাফনের খবর কারাগারে বসেই শুনতে হয় এই ছাত্রনেতাকে।
মেধাবী সাবেক ছাত্রনেতা মাছুম বিল্লাহ ১৯৮০ সালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত মাওলানা মোঃ আব্দুল মতিন। রাজনীতিতে প্রথম সারিতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পড়ালেখাতেও প্রথম সারিতেই ছিলেন মেধাবী এ ছাত্রনেতা। এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) শ্রেণীতে ২য় বিভাগ এবং এমএ শ্রেণীতেও ১ম ক্লাশ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি।
ছাত্রদলের রাজনীতিতে যোগ দিয়েই আর পিছনে ফিরে তাকাতে হয়নি মেধাবী এ ছাত্রনেতাকে। শুরু থেকেই আন্দোলন সংগ্রামে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার গুনাবলীই তাকে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কলাভবন শাখার যুগ্ন সাধারন সম্পাদক, সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাংগঠনিক সম্পাদক, কার্যকরি সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য, যুগ্ন সাধারন সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতির দায়িত্ব পালন করে ছাত্রদলের রাজনীতি থেকে বিদায় নেন। ছাত্রদলের রাজনীতি থেকে বিদায় নিয়েই তিনি জাতীয়তাবাদী স্বেচ্চাসেবক দলের ব্যানারে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন।

নব মনোনীত যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের প্রতি ‍কৃতজ্ঞতা জানান। পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে সরকার বিরোধী আন্দোলনে অতীতের ন্যায় আগামীতেও সামনে থেকে নেতৃত্ব দেয়ার প্রতিশ্রুতি ব্যক্তি করেন তিনি।

আলোকিত চৌদ্দগ্রাম পরিবার

মো. এমরান হোসেন বাপ্পি

নির্বাহী সম্পাদক
মোবাইল: ০১৮১৯ ৯৯৬২৩৮

মো. বেলাল হোসাইন

বার্তা সম্পাদক
মোবাইল: ০১৮১৩ ০৬৫৭২৮

মুহা. ফখরুদ্দীন ইমন

প্রধান প্রতিবেদক
মোবাইল: ০১৮১৯ ৭৮৬০১২