ষ্টাফ রিপোর্টার : কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ছুট্ট। উপজেলা ছাত্রদল নেতা মীর শাহাদাত হোসেন রিয়াজের সভাপতিত্বে এবং ইমরান হোসেনের সঞ্চালনায় এসময় যুবদল নেতা সোহাগ মজুমদার, কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক সোহরাব হোসেন, চিওড়া ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ রাব্বি, গুনবতী ইউনিয়নের সাধারন সম্পাদক এহসান, বাতিসা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কাজী হিমেল, ছাত্রনেতা সোহাগ, সালাউদ্দিন, তুষার, হাসান, মোতালেব, মনির, তোহা মহিনসহ বিভিন্ন ইউনিয়নের কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।