স্টাফ রিপোর্টার: কুমিল্লা বিভাগ বাস্তবায়ন, মেট্রোপলিটন নগরী গঠন, মহানগরীর জলাবদ্ধতা, পয়ঃ ও পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ, নগরীর যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পদুয়ার বাজার ফ্লাইওভার ও ট্রেন ওভারপাস নির্মাণে ত্রুটিমুক্ত করা ও পূর্ণাঙ্গ ফ্লাইওভার নির্মাণ, ঢাকা-কুমিল্লা সরাসরি রেলকর্ড নির্মাণ, বিষাক্ত রাসায়নিকমুক্ত ও পরিকল্পিত ইপিজেড গঠন, কুমিল্লা বার্ডকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ কৃষি ও সমবায় বিশ্ববিদ্যালয় স্থাপন, সিটি কর্পোরেশন এলাকার সীমানা বর্ধিতকরণ, বিমান বন্দরের রানওয়ে সুরক্ষার পাশাপাশি বিমানবন্দর কার্যক্রম অব্যাহত রাখা, কুমিল্লার সংসদীয় আসন সংখ্যা পূর্বের ন্যায় ১২টি করার দাবিসহ গুরুত্বপূর্ণ আরো কিছু দাবি নিয়ে কুমিল্লা বাঁচাও মঞ্চের যাত্রা শুরু হয়েছে। উল্লেখ্যযোগ্য এ দাবিগুলোর পক্ষে কুমিল্লার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলার উপস্থিত সহস্রাধিক নেতৃবৃন্দ ‘কুমিল্লা বাঁচাও’ স্লোগানটির সাথে ঐক্যমত পোষন করে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ এর যাত্রা শুরু করেন। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অগ্রণী ভূমিকা রাখছেন, সাবেক সংসদ সদস্য ও হুইপ, বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
সোমবার (২০ মার্চ) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গ্রীন ভিউ হোটেলের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ এর সহ-সভাপতি আলী আশ্ববের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব, ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ এর সভাপতি জহিরুল হক দুলাল।
বিশেষ অতিথি ছিলেন পশ্চিম জোড়কানন ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ শাহজালাল, পূর্ব জোড়কানন ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম মমিন, এডভোকেট আক্তার হোসেন।
এ সময় বক্তব্য রাখেন, সাবেক সেনা কর্মকর্তা বজলুল হক, কুমিল্লা সদর দক্ষিণ নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন হেলাল মজুমদার, সাবেক ছাত্রনেতা বিল্লাল হোসেন স্বপন, সাংবাদিক তৌহিদ হোসেন সর্দার, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, আব্দুল আজীজ মেম্বার, সমাজসেবক বাবুল মিয়া, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল কুদ্দুস প্রমুখ। পরে বাবুল মিয়াকে সভাপতি ও বিল্লাল হোসেন স্বপনকে সাধারণ সম্পাদক করে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ এর উজিরপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়।