মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে মাহে রমজান উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় জৈষ্ঠ্য ভাইস চেয়ারম্যান কাজী নাহিদের উদ্যোগে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর ঈদগাহ মাঠে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা।
রোববার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আবু সাঈদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খবির আহমদ মজুমদার, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, ঘোলপাশা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জামাল উদ্দিন মেম্বার, বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টি নেতা নাসির উদ্দিন ভূঁইয়া।
উপজেলা যুব সংহতি নেতা কাজী শহীদের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল বারী ফটিক, আবুল কাশেম, নুরুল আমিন নুরু, অলিউর রহমান, জামাল উদ্দিন খোকন, আব্দুল খালেক, সোহাগ মিয়া, আব্দুল হক, শফিকুর রহমান ও আব্দুল আহাদ প্রমুখ।
এদিকে পবিত্র রমজানকে সামনে রেখে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় পরিবারের সদস্যরা ইফতার সামগ্রী হিসেবে নিত্য প্রয়াজনীয় খাদ্য সামগ্রী পেয়ে কাজী নাহিদসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দের প্রতি সন্তোষ প্রকাশ করেন।