২৩ মার্চ, ২০২৩, ৯ চৈত্র, ১৪২৯
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুরুতে সাধারণ মানুষের পাশে জাতীয় পাটির কাজী নাহিদ কুমিল্লা বাঁচাও মঞ্চের যাত্রা শুরু চৌদ্দগ্রামে আশ্রয়ণের ১২৪ ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চৌদ্দগ্রামের ফুলের নাওড়ীতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে সরকারি কলেজ হেল্প সোসাইটির ইফতার সামগ্রী বিতরণ চৌদ্দগ্রামে চোরাই মোটরসাইকেলসহ আটক ১ চৌদ্দগ্রামে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চৌদ্দগ্রামে ‘দারিদ্র্যের আলো’ এর উদ্যোগে ৮ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চৌদ্দগ্রামে গুনবতী প্রবাসী মানবকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চৌদ্দগ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশন’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

চৌদ্দগ্রামে ফলাফলে আবারও সেরা মরকটা আলিম মাদরাসা

মুহা. ফখরুদ্দীন ইমন: কুমিল্লার চৌদ্দগ্রামে আলিম পরীক্ষা-২০২১ এর ফলাফলে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও শীর্ষস্থান (ফলাফলে প্রথম স্থান) ধরে রেখেছে মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা। রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফল থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রকাশিত ফলাফল সূত্রে জানা গেছে, এবার মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা থেকে আলিম পরীক্ষায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১০টি জিপিএ ফাইভসহ শতভাগ পাশ করেছে। উপজেলার সার্বিক ফলাফল বিবেচনায় কনকাপৈত ইউনিয়নের মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা শীর্ষে রয়েছে।

জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী মো: আল-আমিন, ইমরান হোসেন, জোবায়ের হোসেন, আসাদুজ্জামান, শামসুন্নাহার, ফারহানা, উম্মে হাবিবা, তাসমিয়া, তামান্না, আফরিদা বলেন, আমাদের শিক্ষকমন্ডলী ক্লাসে নিয়মিত সকল শিক্ষার্থীকে সমানভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাঠদান করিয়েছেন, পাশাপাশি মহামারী করোনাকালীন সময়ে অনলাইনে ক্লাস নিয়ে ছাত্রীদের নিয়মিত খোঁজখবর রেখেছেন। শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টায় আমাদের ফলাফল ভাল হয়েছে। আমরা সকলে শিক্ষকদের নিকট চির কৃতজ্ঞ।

সাফল্যের কারণ হিসেবে মাদরাসার সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: হাবিবুর রহমান মজুমদার বলেন, ‘প্রতিবছর বোর্ড পরীক্ষাগুলোর ফলাফল বিবেচনায় আমাদের মাদরাসাটি চৌদ্দগ্রাম উপজেলার শীর্ষস্থানে অবস্থান করতে সক্ষম হয়। তারই ধারাবাহিকতায় গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত আলিম পরীক্ষা-২০২১ এর ফলাফলে ১০টি জিপিএ-৫ প্রাপ্তিসহ শতভাগ পাশের মধ্য দিয়ে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে। আমি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি’।

উল্লেখ্য, মাদরাসাটি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাদরাসা হিসেবে সুপরিচিতি লাভ করেছে এবং প্রতি বছরই এ মাদরাসায় পড়ুয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সরকারী-বেসরকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য চান্স পেয়ে থাকে। পড়ালেখা শেষ করে এ প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা দেশ সেবার মহান ব্রত নিয়ে সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরে চাকুরী করাসহ বিভিন্ন পেশায় কাজ করছে। যা প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন রাখতে সহায়ক ভূমিকা পালন করছে।

আলোকিত চৌদ্দগ্রাম পরিবার

মো. এমরান হোসেন বাপ্পি

নির্বাহী সম্পাদক
মোবাইল: ০১৮১৯ ৯৯৬২৩৮

মো. বেলাল হোসাইন

বার্তা সম্পাদক
মোবাইল: ০১৮১৩ ০৬৫৭২৮

মুহা. ফখরুদ্দীন ইমন

প্রধান প্রতিবেদক
মোবাইল: ০১৮১৯ ৭৮৬০১২