স্টাফ রিপোর্টার : সংযুক্ত আরব আমিরাতস্থ “চৌদ্দগ্রাম ফাউন্ডেশন” এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। গত ২০শে আগষ্ট শুক্রবার বিকেলে শারজা শহরের একটি মিলনায়তনে চৌদ্দগ্রামবাসীদের উপস্থিতিতে আলোচনা সভা শেষে সসর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী মু.শরীফুল ইসলাম-কে সভাপতি এবং মু.পারভেজ আহমেদ (সুমন) -কে সেক্রেটারি করে ঘোষিত ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন; বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম সবুজ (সহ-সভাপতি), হারুনুর রশীদ ভূঁঞা (সহ -সেক্রেটারি ), নজরুল ইসলাম নয়ন (অর্থ সম্পাদক), মনসুর আলম খন্দকার (প্রচার সম্পাদক), কাজী জাহীদ হাছান (সহ-প্রচার সম্পাদক), সদস্য- শহীদুল ইসলাম , জাহিদুর রহমান , মো:ফয়সল- এবং নুর আলম।