স্টাফ রিপোর্টার: দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির ও হেনস্তাকারী উপ-সচিব জেবুন্নেছার শাস্তির দাবীতে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে বুধবার (১৯ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক করতোয়ার চিপ-রিপোটার মাহমুদুর রহমান খোকন, ঢাকা রিপোর্টার্স ইউনিটের সদস্য জগলুল কবির নাছির, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের চৌদ্দগ্রাম প্রতিনিধি মাহবুবুর রহমান মিয়াজী, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সাপ্তাহিক আমাদের প্রত্যাশার প্রকাশক ও সম্পাদক আবদুল জলিল রিপন, দৈনিক ইনকিলাবের চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা মো: আকতারুজ্জামান, ডাক প্রতিদিনের স্টাফ রিপোর্টার আকতারুজ্জামান মজুমদার, দৈনিক দিনকালের চৌদ্দগ্রাম প্রতিনিধি আবদুল মান্নান, দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক স্টার লাইন এর চৌদ্দগ্রাম প্রতিনিধি আবু বকর সুজন, জয়যাত্রা টেলিভিশনের কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি সোহাগ মিয়াজী, দৈনিক শিক্ষা বার্তার প্রতিনিধি আমির হোসেন, সাংবাদিক কাজী সেলিম, নুরুল আলম আবির, আবদুর রব লাভলু সহ আরো অনেকে।