স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চৌদ্দগ্রামবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সংগঠন (জাসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চৌদ্দগ্রামের কৃতিসন্তান আরিফুর রহমান এবং অ্যাবারডিন (ইউকে) বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক চৌদ্দগ্রামের কৃতিসন্তান আলাউদ্দিন হোসাইনী। বুধবার পৃথক পৃথক বিবৃতিতে তারা এই ঈদ শুভেচ্ছা জানান। যুক্ত বিবৃতিতে তারা দেশবাসীকে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য সামাজিক দূরুত্ব বজায় রেখে ঈদ পালনের আহবান জানান। তারা আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করুক চৌদ্দগ্রামের সকল মানুষকে। এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা, রোগমুক্তি এবং তারূন্যের অহংকার তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন তারা।