স্টাফ রিপোর্টারঃ আসন্ন ৩০শে জানুয়ারী অনুষ্ঠিতব্য চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান পাঞ্জাবী মার্কার সমর্থনে বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন কাকডাকা ভোরেই ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে।
ধারাবাহিক উঠান বৈঠকের অংশ হিসেবে সোমবার (১৮ই জানুয়ারী) নাটাপাড়া মধ্যমপাড়ার মহিলাদের নিয়ে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা আলী হাকিম মামুনের পরিচালনায় উঠান বৈঠকে পৌর আ’লীগ নেতা তমিজউদ্দিন তনু, কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।