২৩ মার্চ, ২০২৩, ৯ চৈত্র, ১৪২৯
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুরুতে সাধারণ মানুষের পাশে জাতীয় পাটির কাজী নাহিদ কুমিল্লা বাঁচাও মঞ্চের যাত্রা শুরু চৌদ্দগ্রামে আশ্রয়ণের ১২৪ ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চৌদ্দগ্রামের ফুলের নাওড়ীতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে সরকারি কলেজ হেল্প সোসাইটির ইফতার সামগ্রী বিতরণ চৌদ্দগ্রামে চোরাই মোটরসাইকেলসহ আটক ১ চৌদ্দগ্রামে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চৌদ্দগ্রামে ‘দারিদ্র্যের আলো’ এর উদ্যোগে ৮ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চৌদ্দগ্রামে গুনবতী প্রবাসী মানবকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চৌদ্দগ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশন’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

অর্ধ ফুটন্ত দাহ্য

অর্ধ ফুটন্ত দাহ্য

নাদিয়া ইসলাম মনি

তুমি নষ্ট সেই আদম্র আদমীতায় খোঁজে আদম স্থায়ীন্তরিত সুখ চিরন্তর, তোমার সব
ভুল বুঝাবুঝি ভুলে চেয়েছিলাম নতুন কোন আলোয় তোমায় দেখবো, আকঁবো।

পূবের মৃদু আলোক রশ্মি যখন ছুঁয়ে যাবে গাল আমি তার আগেই হাত বাড়িয়ে তোমায়
ছোঁবো, এতটা কাছে চেয়েছিলাম সেদিন, হম সত্যি যেদিন অন্ধকার পূর্ণ করেছিলো আমাতে
তোমাতে খুব ভয়ে তোমায় খুঁজতে দিয়াশলাই।

এর শেষ কাঠি জ্বেলে ছিলাম, হম জ্বেলেছিলোম, আমার চোখের দৃষ্টি আলোর বেগেপুরো
পৃথিবীখুঁজে আসলো,
কই?কোথাও তোমায় পেলো না,কোথাও মিশে গিয়ে তুমি ডুবে গেছো পুরুটাই।

নতুনত্বে তোমার সব সত্যে আমি নেই কোথাও, অমূলক তোমার ভালবাসা আমার আকাশের রৌদ্র
জ্বলেনা,
কাঁদেনা মেঘ বৃষ্টির কান্নায়, আমার ক্ষণিক আলো মেঘলা আমার আকাশ, আদিম আকাশ
ক্ষয়িষ্ণু হয়ে অন্ধকার ধেঁয়ে ঢেলে।

অল্প আলোয় তোমার মন ভরেনা আমি জানি, অন্ধকার সরাতে অনেক আলো খুঁজো আমি
মানি, তোমার কোথাও পূর্ন সুখ খোঁজার ঠাঁই লাগবো সত্যি জানি আদম্র আদিম পৃথিবীর
সুখ পেতে আদমীতায় হারানোই লাগবে তাও জানি, পুরনো হাসি ফিরে পেতে কখনো আমায়
লাগবে না??? মানি।

অর্ধফুটন্ত দাহ্য থই শূন্যতার অবজ্ঞায় হারিয়েছি কতো
কিছু হারায়নি কষ্ট,ডাকে আজো একান্তে পিছু পিছু,
ভালো থাকার অভিনয়ে লিখবো কি ইতিহাস? মিথ্যে হাসির অন্তরালে আমি যে জীবন্ত
মৃতলাশ।

নিষ্ঠুর নিয়তির হাতেই আমার মৃত্যু অভিপ্রায় ভেঙে গেছি বহুবার বহুরুপে জীবন
যুদ্ধে হতাশায় নিরব ভূমিকায় হারিয়েছি পদে পদে আত্নবিশ্বাস কষ্টের দামামায়
পারছিনা নিতে স্বস্তির নিঃশ্বাস।

আলোকিত চৌদ্দগ্রাম পরিবার

মো. এমরান হোসেন বাপ্পি

নির্বাহী সম্পাদক
মোবাইল: ০১৮১৯ ৯৯৬২৩৮

মো. বেলাল হোসাইন

বার্তা সম্পাদক
মোবাইল: ০১৮১৩ ০৬৫৭২৮

মুহা. ফখরুদ্দীন ইমন

প্রধান প্রতিবেদক
মোবাইল: ০১৮১৯ ৭৮৬০১২