২৩ মার্চ, ২০২৩, ৯ চৈত্র, ১৪২৯
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুরুতে সাধারণ মানুষের পাশে জাতীয় পাটির কাজী নাহিদ কুমিল্লা বাঁচাও মঞ্চের যাত্রা শুরু চৌদ্দগ্রামে আশ্রয়ণের ১২৪ ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চৌদ্দগ্রামের ফুলের নাওড়ীতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে সরকারি কলেজ হেল্প সোসাইটির ইফতার সামগ্রী বিতরণ চৌদ্দগ্রামে চোরাই মোটরসাইকেলসহ আটক ১ চৌদ্দগ্রামে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চৌদ্দগ্রামে ‘দারিদ্র্যের আলো’ এর উদ্যোগে ৮ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চৌদ্দগ্রামে গুনবতী প্রবাসী মানবকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ চৌদ্দগ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশন’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কবিতাঃ- ভেঙে “মৃত্যুপুরীতে” -নাদিয়া ইসলাম মনি।

নিভু নিভু প্রদীপ কে আগলে রাখার আপ্রাণ চেষ্টারত, চেষ্টাথী অবিরল, শেষ আলোয় দেখা রক্তিম আভা তোমার ইচ্ছাধীন নই আমি’নই বাকরুদ্ধ,

কিন্তুু আমি অদৃশ্য বাধনে অনিরুদ্ধ। নিশাচর ঘুমটাও আজ ঠাঁই পায়না দুচোখের বেলাভূমিতে।

প্রণয়মগ্ন অন্তরে নির্মম নিষিদ্ধ উচ্চারণ।

আতংক সংশয়, গনগনে শ্মশান বুকের ভিতর, বাতাসের করুন আবৃত্তি, নেমে আসছে ক্লান্তির অন্ধকার।

দেয়ালের চুনের মতো- অনুভূতিরা ঝরে ঝরে পরছে। শব্দহীন কষ্টেরা থরে থরে – বুকের মাঝে ভাঙছে ছোট ছোট স্বপ্ন।

ঝিমঝিম অস্তিত্ব চাপা পড়ে যায় হাজার হাজার প্রতিশ্রুতির ভিড়ে।

স্বপ্নগুলো নিভু নিভু করে ছিন্নভিন্ন দেহ নিয়ে, হাজারটা স্বপ্ন ভাঙা মানুষের মিছিলে যুক্ত হবে আরেকটা ভাঙা মন।

যুক্ত হবে আরেক জোড়া অশ্রুশিক্ত চোখ। দুঃসময় গুলো মুমূর্ষুের আহাজারি আর মৃতপ্রায় মনের চিন্তার মতো হিংস্র ব্যাথায় কাতরায়।

আঁধার কালো নীরব নিশীথ রজনী করুণ বিষাদে আরো নিবিড় আরো আঁধারে ঢেকে যায়-জীবন প্রদীপ।

কালো আঁধার ঘর-ঠিক যেন মৃত্যুপুরীতে আমি ভেঙে গেছি হতাশায়, ভেঙে গেছি দ্বিধা অনুশোচনায়,পান করেছি গোগ্রাসে অগোচরে বিষের পেয়ালা।

আমার হাতেই গড়েছি আমার মৃত্যুপুরী মৃত্যু অভিপ্রায়।

লেখকঃ নাদিয়া ইসলাম মনি

   ১৩.১১.১৯ খ্রি.

আলোকিত চৌদ্দগ্রাম পরিবার

মো. এমরান হোসেন বাপ্পি

নির্বাহী সম্পাদক
মোবাইল: ০১৮১৯ ৯৯৬২৩৮

মো. বেলাল হোসাইন

বার্তা সম্পাদক
মোবাইল: ০১৮১৩ ০৬৫৭২৮

মুহা. ফখরুদ্দীন ইমন

প্রধান প্রতিবেদক
মোবাইল: ০১৮১৯ ৭৮৬০১২