২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ, ১৪৩১
শিরোনাম :
ঢাকাস্থ গুনবতী ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে ইফতার প্রয়াত ও প্রবীণ নেতাদের পাশে চৌদ্দগ্রাম জাতীয় পার্টি’র নেতৃবৃন্দ চৌদ্দগ্রামে শর্ট বাউন্ডারী টিভি কাপ টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহমেদের মৃত্যু আটাব নির্বাচনে বিজয়ী খোরশেদ আলমকে সংবর্ধনা চৌদ্দগ্রামে স্মার্টফোনের সহায়তায় প্রশ্নপত্র ফাঁস, শিক্ষকসহ আটক-২ চৌদ্দগ্রামে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ফুলের শুভেচ্ছায় সিক্ত করলেন জার্মান আ’লীগ নেতা সাইফুদ্দিন আলমগীর ড. কামাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালো চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ

অপহরণের পর কৌশলে পালিয়ে আসলো মাদ্রাসা ছাত্রী তাসলিমা

আলোকিত ডেস্ক: কুমিল্লার লালমাই উপজেলায় অপহরণের পর কৌশলে পালিয়ে বাঁচলো তাসলিমা আক্তার (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রী। শনিবার (১৩ জুলাই) ভোরে মক্তবে (ফোরকানিয়া মাদ্রাসায়) যাওয়ার পথে তাকে অপহরণ করে মাইক্রোবাসে তোলা হয়। পরে সে কৌশলে পালিয়ে আসে।

তাসলিমা আক্তার লালমাই উপজেলার কাঁকসার গ্রামের কালাম মিয়ার মেয়ে। নানার বাড়ি একই উপজেলার পেরুল গ্রামে থেকে পড়ালেখা করে সে। ফয়েজগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাসলিমা। তাসলিমার মামা মফিজুর রহমান জানান, তাসলিমা প্রতিদিনের মতো ভোর ছয়টার দিকে মক্তবে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়ির বাইরে বোরকা পরা এক নারী তার কাছে সাহায্য চায়। তাসলিমা বলে, এটা আমার নানার বাড়ি আপনি ভেতরে যান। এই বলে রাস্তা পার হওয়ার সময় ওই নারী পেছন থেকে তার মুখে অজ্ঞান করার স্প্রে সমৃদ্ধ রুমাল ধরে অচেতন করে কালো কাচের মাক্রোবাসে উঠিয়ে নেয়।

মাইক্রোবাসটি বিজয়পুর পৌঁছলে তার জ্ঞান ফিরে আসলে সে দেখে গাড়িতে আরও দু’টি বাচ্চা রয়েছে। বাচ্চা দু’টিও কান্না করায় কিছু সময় পর গাড়ি থামিয়ে ওই নারী মোবাইলে কথা বলতে নামেন। ওই সময় তাসলিমা কৌশলে গাড়ি থেকে নেমে পালিয়ে আসে। বিষয়টি পুলিশকে জানিয়েছেন তারা।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউল আলম বলেন, ‘অপহরণের চেষ্টার বিষয়টি আমরা শুনেছি। তবে এ ঘটনার কোনও সাক্ষী পাওয়া যায়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

আলোকিত চৌদ্দগ্রাম পরিবার

মো. এমরান হোসেন বাপ্পি

নির্বাহী সম্পাদক
মোবাইল: ০১৮১৯ ৯৯৬২৩৮

মো. বেলাল হোসাইন

বার্তা সম্পাদক
মোবাইল: ০১৮১৩ ০৬৫৭২৮

মুহা. ফখরুদ্দীন ইমন

প্রধান প্রতিবেদক
মোবাইল: ০১৮১৯ ৭৮৬০১২