স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ধোড়করা বাজার আউটলেট এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলার ধোড়করা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. মিজানুর রহমান।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. একরামুল হক।
ইসলামী ব্যাংক কুমিল্লা জোনাল শাখার সিনিয়র অফিসার দুলাল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব খন্দকার লিটন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চৌদ্দগ্রাম শাখার এডিপি ও শাখা প্রধান মো. মাহবুবুল হাসান, ধোড়করা বাজার কমিটির সভাপতি মো. হারুনুর রশিদ ভূঁইয়া, চিওড়া ইউনিয়ন নিকাহ্ রেজিস্টার কাজী তুহিন, নতুন আউটলেট শাখার এজেন্ট ‘পিউর কানেকশন লিমিটেড’ এর চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, ‘পিউর কানেকশন লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক পাটোয়ারী, শাখার ইনচার্জ মো. আব্দুল কাদের বাবলুসহ আউটলেট শাখার কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।